কুদরত রাহমান এর কবিতা / ভালো থাকা

কবিতা ( Poetry) By Dec 26, 2023 1 Comment

ভালো থাকা


কুদরত রাহমান

চন্দনা প্রায়ই জানতে চায়

আপনি ভালো আছেন?

উত্তরে বলেছিলেন ভালো আছি

ভালো থাকবো সংকল্প আঁকছি,

ভালো শব্দটা যতটা সরল

ভালো থাকাটা ততটা বিরল,

সবাই ভালো থাকতে চায়

কেউ পারে কেউ বা নয়,

সেই কৈশোর থেকে অদ্যাবধি

চেষ্টার ছিলোনা একটু ত্রুটি,

জীবন বীণার তার বারবার

ছিঁড়েছে কেউ করেছে ছারখার,

তন্নতন্ন করে খুঁজেছি যারে

কাছে থেকেও ছিলো বহুদূরে,

এখন ভালোর অদম্য বাসনা

কাঁদায় হাসায় সেতো আসেনা,

নিয়তির লাটাই যার হাতে

জিজ্ঞাসার ইচ্ছাটা তার সাথে,

কি অপরাধ ছিলো বেচারার

সবকটি খেয়াঘাট নির্বিকার,

একরত্তি ভালো থাকার ইচ্ছে

মূহুর্তে কে কেনো কেড়ে নিচ্ছে,

এই তুমি সেই তুমি শুনো

ভালো আছি সেটাই জেনো,

শত দুঃখের ডানায় ভর করে

ভালো আছি তোমারই তরে,

চন্দ্রের দিকে অপলক দিশা

উত্তর দেয় স্বপ্নের ভালোবাসা।

কুদরত রাহমান

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / বন্ধু আমার

See more and read more

http://qudratwork.com

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *