হাঁটাতে শেখা
কুদরত রাহমান
সেই সে ছোট্টোবেলার বোনটিকে
হাত ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে
হাঁটতে শিখিয়েছিল একটি ভাই,
তারপর থেকে একাকিনী হাঁটতে পারে
এপাড়া ওপাড়া স্কুল কলেজ সবখানে
হাঁটতে হয়েছে, হাঁটতে হবে তাই।।
হাঁটা শিখতে হয় কারো সাহায্য নিয়ে
হাঁটতে হাঁটতে রংয়ে ঢংয়ে তখন
কি দারুণ অনুভূতির প্রকাশে জ্বলে,
তারপর চক্রপৃষ্টে চড়ার সাধ জাগে
কেউবা উড়তে চায় গগনে পাখা মেলে
কেউ গাড়িতে কেউ বিমানে ছুটে চলে।।
কাউকে পিছনে ফেলে কাহারো হাত ধরে
ছুটে চলার অপর নামই হয়তো জীবন
চলার মাঝে নিষ্ঠুরতা মানবতার ধাঁচে,
যিনি যেটাকে রপ্ত করে চলেছে অবিরাম
তিনি হাঁটার শেষপ্রান্তে এসে তেমনি
সব ভালো জড়িয়ে শেষ ভালোই বাঁচে।
আলোকদিয়া,রাজবাড়ী ২৩/১২/২০ ইং।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সহজ প্রশ্ন
See more and read more
No Comments