প্রশ্নের বাণ
কুদরত রাহমান
প্রশ্ন করতে চাই, তুমি কি শুনেছো, মানুষের আর্তনাদ, করুণ কাহিনী তুমি কি দেখেছো, অনাহারী মানুষের কঙ্কালসার দেহ, ক্ষুধার তাড়না অনুভব করেছো কখনও, কষ্ট কেমন, ক্লান্তি আর অবসন্ন জীবনের যন্ত্রণা কেমন করে মানুষ চিতা কিংবা সমাধি বা কবরের অপেক্ষায় কাটায়? ভেবেছো একবারও, এই ভবে কেনো তুমি এসেছো, কি কর্ম তোমার কেনোই বা তুমি বাঁচতে মরিয়া, ঠকাতে মরিয়া, স্বার্থে অন্ধ আঁতুড় বলতে পারো, অর্থ বিত্ত অর্জনে কেনো তুমি, হন্যে হওয়া উম্মাদ তোমাকে মানুষ ভাবো, অপর মানুষদের কেনো ভাবছো অপর? সমাজের বলী হয়ে যারা বেঁচে আছে, তোমার দিকে আছে তাকিয়ে একবারও কি ফিরিয়েছো চোখ, মানবতা উঠিয়েছ জাগিয়ে?
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / অপবাদ নামা
See more read more
No Comments