বন্ধু আমার
কুদরত রাহমান
মনে হয়
ও চোখে যাদু আছে,
জ্ঞান হারায়
অশ্রু ঝরায়,
আবার নতুন করে,
বাঁচতে শেখায়।
তাহারেও কি
এমনই হয়?
ওর কথায়
কি যেন কষ্ট আছে,
কবিকে ভাবায়
মানবতা জাগায়,
তাহারে পাশে দাঁড়াতে
আকাঙ্খা জাগায়।
এই তুমি
যতদূর যেতে চাও
বন্ধুকে সঙ্গে নাও
একলা পথের সাথি হতে
ইচ্ছেটা নির্দিধায়।।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সমাজের বলী
See more and read more
1 Comment