অপবাদ নামা
কুদরত রাহমান
তবুও, তখন এবং এখনও
মিথ্যা অপবাদ কাঁধে নিয়েও
বাঁইচা রইছে কিছু কাঁনার বাপ,
রাতকানা দিনকানা ছানীপড়া
চিকিৎসায় সাইরা উঠিছে কত্তো,
অন্তুর চক্ষু অন্ধ হইছে যার
পোড়া কপালে ভরানাশে ভাঁড়
বউয়ের গোলামীতে সে নচ্ছার
যার সাধনায় জগতে আইলি
দাঁড় করাইছোস কাঠগড়ায়
হারামজাদা তারেই বলে
জন্মদাতারে যে অবজ্ঞা করে।
মুখের ভাষা বোঝা সহজ
বুকের ভাষায় পাষাণ যে
সেই বিটাডা আজও বাঁইচা
ডাইনীর পরিণাম দেখবে সে।
আরশ ছেদিয়া কম্পন হইছে
পিঞ্জরে সইছে লইছে বইছে
শুধু মাদার তেরেসা নয়রে
ঘসেটি বেগমের প্রেতাত্মা
কিছু হারামজাদির নামও
জগৎ জুড়ে বাঁইচা রইবে।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সমাজের বলী
See more and read more
খুব দারুণ প্রকাশ