অকৃতজ্ঞ
কুদরত রাহমান
আকাশপানে চাও, যত খুশি তাকাও
সুবিশাল শূন্যতার কত নিখুঁত রং দেখতে পাও
আকাশ সবার জন্য, সে রূপ গুণ বিলিয়ে ধন্য
সূর্যকে দেখো আলোর খনি রঙের ডিব্বা বটে,
ওরা কতো উদার বাধাহীন পথ চলার
ওরা কতো নিষ্পাপ কলংক আড়াল করা উত্তাপ
মানুষ কূলের তরে ওরা কতই না উদার দাতা
তবুও মানুষ অকৃতজ্ঞ, কতই না অজ্ঞ।
ওরা কিছুই চায়না শুধু দেয় আর দেয়
ওরা নির্ভেজাল নিয়মের বেড়াজাল ডিঙ্গায়
শেখেনা মানুষ দেখেনা ওদের চরিত্র
বোঝেনা মানুষ তায় থেকে যায় অকৃতজ্ঞ।
মানুষ শুধু স্বার্থ খুঁজে চলে দ্ব্যর্থহীন ভাবে
অকৃতজ্ঞ বেঈমানের খাতায় নাম লেখায়
প্রকৃতি আপন মনে চলে বোঝেনা স্বার্থ কাকে বলে
মানুষ শুধু চায় আর চায় তাই অকৃতজ্ঞ রয়।
যারা দিতে এসেছিলো নিবেদিত ছিলো
কল্যাণ চাইছিল তারাই বাঁচিয়া রহিলো
বাঁকিরা স্বার্থের অন্ধকারে নিমজ্জিত রইলো
অকৃতজ্ঞ রইলো প্রকৃতি তাহাকে বিলীন রাখিলো।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সমাজের বলী
See more and read more
No Comments