পথিকের অপেক্ষায়
– কুদরত রাহমান
ছোটো বড় কত হাজার চরণ
প্রতিনিয়ত মাড়িয়ে চলেছে আমাকে
আমি নিরবে নিভৃতে বুক পেতে আছি
তোমাদের পদচারনায় রীতিমত ধন্য আমি
ছোট্ট ছোট্ট যান দ্বিচক্র তৃচক্র গরুর গাড়ী
মহিষের গাড়ি, জীব জন্তু, পাখ পাখালি
সবাই যায় মাড়িয়ে আমাকে, আমি মুখ
আমি বধির, তবুও আমি গর্বিত, মাটির পথ
প্রখর রৌদ্র ছায়ায় বৃষ্টি বাদলে আমি আছি
চুষে নেই পানি, সাধ্যের বাইরে গেলে
কর্দমাক্ত হয় আমার প্রশস্ত বুক, কখনও
খাঁ খাঁ উত্তাপে ধুলিমাখা হয়ে যাই, আবার
শান্ত সুন্দর মসৃণ হয়ে পাষানের মত
আজীবন শুয়ে থাকি, তোমাদের ছোঁয়া পেতে
চোর ডাকাত সাধু শিশু আবাল বৃদ্ধ বনিতা
সকলের সাথেই আমার সখ্যতা, আমি যে রাস্তা
তোমাদের চলতে দিতেই আমার জন্ম
জন্ম আমার ধন্য, দুঃখ বলে কিছু নেই
সুখের সমুদ্র স্পর্শ করি, তোমাদের উপকারে এসে
আমি রাস্তা, গাঁয়ের মেঠো পথ, একমাত্র
বৃক্ষরা বুঝে আমার আত্মকথা, ব্যথা নেই
ভালোবাসাই শুধু আছে সবার জন্যে, দিবসে
গভীর অন্ধকারে কিংবা ঝড়ো হাওয়ায়
আমি আছি, আমি থাকবই পথিকের অপেক্ষায়।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / নারাজি নামা
See more and read more
আলোকদিয়া, ১৩/০৯/১৯ ইং।।
খুব সুন্দর প্রকাশ