কামলা
কুদরত রাহমান
শোনরে দাদা ভোলা নাথ
চাল কিনবো রাঁধবো ভাত,
আগে কামের ট্যাহা ফেলা
তারপর যত পারিস চিল্লা।
এহোনো গায় গতরে ক্যাদা
কিনবো নুন তেল ময়দা,
তোর তো আছে সবই দাদা
মোগের হয়নি রানদা।
প্যাটের জ্বালায় কাম করি ভাই
ঘামে ভেজে জামা
সাবান কিনার মুরোদ নাই তাই
পোশাকের রঙ তামা।
আমগো দেহে বল ছিলো তাই
কামলা দিয়ে খাই
হইলে বুড়া কেউ ডাহেনা
বৃদ্ধভাতায় দিন যায়।
এ-তো কথার নাইকো সুমায়
ট্যাহা দাওরে আগে
লাগছে ক্ষিদে তারপর আবার
জ্বর জ্বর এটু লাগে।
বিয়ান বেলা কামে আসতি
হলি একটু দেরি
চোখ ফুটোয়ে ধমক দিইতি
ফাও দাও দাঁতঝাড়ি।
কপাল দোষে কামলা হইছি
কি আর আছে করা,
ন্যায্য পাওনা চাইতে আইছি
রই হাঁটু ভাঙে দাড়া।
আমগো কথা কেডায় শুনবো
পেচাল ছাড়া বই
কম বেতনে খাটায়ে মারছো
তবুও মনিব কই।
সন্মান দেই ইজ্জত দেই
আরও দেইযে শ্রম
তবুও দরদ হয়না তোদের
ভাঙলো নারে ভ্রম।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / শিকল ছিঁড়বোই
See more and read more
2 Comments