শিকল ছিঁড়বোই
কুদরত রাহমান
কিছু কিছু ভয়ানক কষ্ট
ভুলে যেতেও প্রচুর কষ্ট হয়
কিছু কিছু হৃদয় বিদারক কথা
সয়ে নিতে পিঞ্জর কাঁপায়,
অহংবাদী একদল মানুষখেকো
চিরকালই মানুষকে ঠকায়
কিন্তু কি পায় ওরা ….
পরিশেষতো একই ঠিকানায় ঠাঁয়,
মানুষ হয়ে মানুষকে জিম্মি
খুন, ধর্ষণ, রাহাজানি
ধনী আরও ধনী হওয়ার নেশা
ওদেরকে অন্ধবাদী সাজায় ,
ধ্বংস হোক সভ্যতা
মানবতা কাঁদুক, তাতে কি আসে যায়,
ওরা বাঁচলেই হলো
সুখ ওদের নাগালে এলেই হলো,
ওরা বুঝি আলাদা বিশ্বের কেউ
তাইতো পোষা কুকুরের চেয়েও_
মূল্যহীন„ ঘামে ভেজা মানবগুলো
শুকিয়ে কুঁকড়ানো শ্রমিক গুলো „
আমারই রক্তের নির্যাস চুষে
মহা অট্টালিকায় রয়েছো বসে,
আমাকেই করিতেছো শাসন শোষণ
আমার পায়ে পড়িয়েছ বাঁধন,
এ শৃঙ্খল ছিঁড়বোই মোরা
ভাঙবোঈ তোদের অহংকারের ধারা ।।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / অপেক্ষা মাত্র
See more and read more
কুদরত রাহমান এর কবিতা / সভ্যতা পালাচ্ছে
সভ্যতা পালাচ্ছে
কুদরত রাহমান
কবিতা মইরা গেছে
চারিদিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ
লাশ পাহারা দিচ্ছে
মাঝি পাড়ার সুশীল, আন্টু বুড়ো,
মুসলিম পাড়ার কামাল্লে
পাগলা সাগর রাত জাইগা শীতে কাঁপে
কবিতার পোলারা অফিসার
বৌমার ঠোঁটে আজকেও লিপিস্টিক
বিলেতি কাজল ধুয়ে যাইবো
তাই কাঁদছেন না, এটাই হয়তো
সভ্যতার বিশেষ আকর্ষণ।
এদের অপেক্ষায় বিদায় অনুষ্ঠান
অপেক্ষমাণ ছিলো,
মুখে আঁচল চেপে যারা কাঁদিছিল
নিরবে তারা পালাচ্ছে।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / নকশী রুমাল
See more and read more
No Comments