কুদরত রাহমান এর কবিতা / যুদ্ধ নামা

কবিতা ( Poetry) By Dec 09, 2023 1 Comment

যুদ্ধ নামা

কুদরত রাহমান

গৈ গ্রাম থেকে শুরু কইরা বিশ্বব্যাপী যুদ্ধ
কলমে কলমে যুদ্ধ, ব্যর্থ হলে ঘাড়ে ধাক্কা
সেটাতেও ব্যর্থ হইলে, মেয়াদি ছয়ছিক্কা
যুদ্ধটা স্বার্থের, অর্থের পাহাড়ে ধাক্কাধাক্কি।
জায়গা জমি অর্থ বিত্ত প্রতিপত্তি লইয়া
যুদ্ধ আজ বিশ্বজুড়ে, গোলা বারুদ বিমান
বেচবার লগেও যুদ্ধ, নিশ্চুপ গৌতম বুদ্ধ
কাঙ্গালের যুদ্ধ ভাতের লাইগা,রক্ত টগবগ।
পিরামিড , শ্মশান , কবরস্থান অপেক্ষমাণ
যুদ্ধে বাঁচলে বা মরলে জাতভেদে ঐ ঠিকানা
অহংকার দেমাক প্রাচুর্য ম্লান হইবো
ঘৃণা অথবা ভালোবাসা সঙ্গে যাইবো।
পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ মানবকল্যাণ
ক’জন এইযুদ্ধে জয়ী হইবা, মানব অন্তরে
ভার্চুয়াল পেজে অনন্তকাল বাঁইচা থাকবা
তিরস্কার,পুরস্কার জুতা, তাজ কোনটা লইবা।

আরও পড়ুন > কুদরত রাহমান এর কবিতা / বিজয়

See more and read more

http://qudratwork.com

1 Comment

  1. Jannatul Ferdaous Mitu says:

    দারুণ উপস্থাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *