অপেক্ষা মাত্র
কুদরত রাহমান
কবি একটা ছবি এঁকেছিলেন
অনেক যত্নে অংকিত ছবি
নিচে তার লেখা ছিল ” ফুল”
তোমরা তাকে পড়েছিলে ভুল
ছিঁড়ে ফেলেছিলে বিদ্রুপ করে
বাতাসে অট্টহাসি ভেসে বেড়ায়
কিছু কান্না হাসিতে ধাক্কা খায়
ম্লান হয় বিলীন হয় চোখ দেখে
কানের ইন্দ্রে করুণ সুর বাজে
গণিকারা নৃত্য শেষে কাঁদে
কে বা কারা ফেললো তাকে ফাঁদে
যে জবাব দেবে ওদের আর্দালি
জীবনের সবকিছু উজাড় করেও
এক চিলতে ভালোবাসা জোটেনা
ভালোবাসার অভিনয় বাঁচার জন্যে
অথচ হৃদয়চিরা প্রেম হত্যার দায়
অবশেষে বালিকার মুখাবয়বে
পুষ্পটা কলঙ্কিত কদর নেই
কে জানে কাঁটার আঘাত সহে
ফুলকে ফুলদানিতে সাজাতে
সবাই যখন ভোগী স্বার্থপর
তাহলে মর তোরা বুক চাপড়ে
তবে, এদিন থাকবে না বেশিদিন
ওদের নিঃশ্বাস এখন কালোমেঘ
ঝড় উঠবে অশ্রুজলে সৃষ্ট সাগর
গর্জন করবে নতজানু হইবি
ফুলেরা সৌরভে গৌরবে ভরাবে
হটাবে নরপিশাচদের, চন্দ্রমল্লিকা
তাজমহল জ্বলজ্বল করবে।
অপেক্ষা মাত্র, কোনটা ফুল
কোনটা ভুল, ওটা ছিল চক্ষুশূল।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সহজ প্রশ্ন
See more and read more
No Comments