বিজয়
কুদরত রাহমান
বিজয় মানে
যুদ্ধে জয় ঘোর আঁধারের পরাজয়
পূর্ব আকাশে রক্তলাল একখণ্ড সূর্যদয়
গাঢ় সবুজের আয়তক্ষেত্র চিহ্নিত
টকটকে লাল গোলাকার বৃত্ত
পত্পত্ শব্দে শিরের উর্ধ্বে থাকা
এক স্বাধীন শান্তির পতাকা।।
বিজয় মানে
শয়নে স্বপনে মনে পড়ার ইতিহাস
বিভৎস, চেনা অচেনা লাশ আর লাশ
রাইফেল কামানের মুহুর্মুহ গর্জন
নববধু কিশোরী বালিকা ধর্ষণ
বৃদ্ধের কাঁপাস্বরে করুণ আর্তনাদ
বিধবা নারীর ক্রন্দন বিলাপ বিষাদ।।
বিজয় মানে
আকাশ কাঁপানো যুদ্ধ ঘোষণার হুংকার
যার ঘরে যা আছে অস্ত্রের ঝংকার
শক্ত পেশীতে নতুন হাতে অস্ত্র ধরা
কঠিন শপথে নয়টি মাস যুদ্ধ করা।।
বিজয় মানে
সাতচল্লিশ, বায়ান্নো, চুয়ান্ন উনসত্তর
অতপর ষোলই ডিসেম্বর উনিশশত একাত্তর
তারপর ফিরে পাওয়া স্বাধীন স্বগোত্র
ভূখণ্ড, ইজ্জত আর স্বিকৃত মানচিত্র
বিজয় মানে, জীবনের চেয়েও প্রিয় স্বদেশ
সোনার ভূমি আমার প্রিয় বাংলাদেশ।।
আলোকদিয়া, ১০/১২/২০০৫ ইং।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / গরীবুল্লাহর কোঠা
See more and read more
No Comments