কেউ কারো নয় কুদরত রাহমান জনমুখ থেকে মাঝে মাঝেই শুনিতামএই দুনিয়ায়, কেউ কারো নয়,নিছক মিথ্যা বলে মনে হতোমানুষ মানুষের জন্যে ঠিক এটাই বোধহয়।জীবন যুদ্ধে চলার পথেদুটি কথায় সত্য, শুধু কাল আর অর্থ ভেদে,সামর্থ, অর্থ বিত্ত বৈভব যতক্ষণমানুষ মানুষের জন্যে ততক্ষণ।যখন তুমি যতটা দিতে পারবেসমাজ সংসার তোমাকে ততটাই দেবে,অক্ষমতা অপারগ ছুঁয়ে যাবেতোমার গ্রহণযোগ্যতা হারাতে থাকবে।তখন দেখবে, বাস্তবতা কতটা কঠিনবারবার মনে হবে…