স্বপ্ন ছিলো কুদরত রাহমান স্বপ্ন ছিলোএকদিন মানুষের মতো মানুষ হইবোমানুষ হয়েমানবের কল্যাণে নিবেদিত রইবো। মহৎ ব্রতবক্ষে ধারণ করে অবিরাম ছুটেছিপচন ধরাসমাজের ঘৃণ্য কীটের দংশনে জ্বলেছি। সেই কবেকেউ একজন বলেছিল সাম্যতা আসবেঅপেক্ষা করোনির্যাতিত জাগবে শ্রমজীবী হাল ধরবে। বাস্তব রূপসমাজের স্বরুপ বদলাবে কালের থাবায়চলতে থাকাসততার জয় হবে কর্মযজ্ঞ সেই আশায়। স্বপ্ন ছিলোস্বপ্ন আছে স্বপ্ন থাকবে দুর্বলের কপাটেচূর্ণ হবেঅহমিকার বেড়াজাল সেদিন খুব নিকটে।…