শ্যামলসুন্দর
তসলিমা নাসরিন
তোমাকে দেখলে ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আমার জীবন।
তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই, মরে গিয়ে পুণ্য জল হই
কখনও তৃষ্ণার্ত হলে তুমি সেই জল যদি ছুঁয়ে দেখো।
আমার আকাশ দেব তুমি রোদ বৃষ্টি যখন যা খুশি চাও নিয়ো
তোমার অনিদ্রা জুড়ে দেব আমি আমার মর্ফিন।
বারো বছরের মতো দীর্ঘ একটি রাত্তির দিয়ো তোমাকে দেখার।
তুমি তো চাঁদের চেয়ে বেশি চাঁদ
তোমার জ্যোৎস্নায় চুড়ো করে খোঁপা বেঁধে
কপালে সিঁদুর দিয়ে একদিন খুব
করে সাজব রমণী..
তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই।
তোমার আগুনে আমার মুখাগ্নি যদি হয়,
মরে আমি স্বর্গে যাব!
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা
কুদরত রাহমান এর কবিতা / মায়াবী পাখি
See More
No Comments