মায়াবী পাখি
কুদরত রাহমান
সব পাখি পোষ মানেনা
মধুর সুরে গান করেনা,
সব পাখি বন্দী খাঁচায়
থাকতে তাহার সাঁয় মেলেনা।
পাখির স্বভাব উড়তে চাওয়া
যেথায় সেথায় ঘুরতে যাওয়া
বৃথায় পাখির পড়লে মায়ায়
ছটফটিয়ে মরবি জ্বালায়।।
ভালো যদি বাসবি তাহার
ছেড়ে দে তোর আহার বিহার
যাবেই ছেড়ে পাখিটি তোর
সময় থাকতে হও হুঁসিয়ার।।
যতই শেখাও নীতি বচন
শুন্য খাঁচায় ধরবেই পচন।
পাখির বড় বেহায়া হৃদয়
আসবে যাবে নেবেই বিদায়।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / স্বপ্ন ছিলো
See more
পরামর্শ
আপনি নিশ্চয়ই জানেন, দাঁতের সঙ্গে আঁতের সম্পর্ক, এই প্রবাদটি।
আপনি কি আপনার দাঁতের সমস্যা নিয়ে দুঃশ্চিন্তায় ভুগছেন? দাঁত শিরশির করে? দাঁতের গোড়া ফুলে যায়?
দাঁতের গোড়া দিয়ে মাঝে মাঝেই রক্ত পড়ে? মুখে দুর্গন্ধ আসে। দাঁতে চাপ দিলেই ব্যথা করে?
তাহলে আপনার জন্যে একটি পরামর্শ। ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আজ থেকেই নিয়মিত ব্যবহার করুন >
এক্সিলেন্ট নিম টুথপেষ্ট। ( Excellent Neem toothpaste)
ধন্যবাদ। সুস্থ থাকুন সবসময়।
খুব দারুণ হয়েছে
Thank you