অবিশ্বাস
কুদরত রাহমান
অবিশ্বাস করতে করতে , কাউকে না কাউকে
বিশ্বাস করতেই হয়,
অবিশ্বাস থাকে বলেই মানুষ বিশ্বাসী কাউকে
খুঁজে নাগালেই পায়।
যদি কাউকেই বিশ্বাস না করতে পারো তাহলে
খুব একাকী হয়ে যাও,
তারপরেও নিজের উপর চরম বিশ্বাস রাখলে
বিশ্বাসী জুটবে তাও ।
এটাও সত্য যাকে অন্ধের মত বিশ্বাস করবে
সেই বিশ্বাসঘাতক হয়,
জীবন চলার পথে যুদ্ধে কিংবা বিগ্রহে বিরহে
বিশ্বাসী কাউকে চাই।
জীবন বড়ো বিচিত্র চরীত্রের রং থাকে লুকায়ে
অবিশ্বাস সুপ্ত রূপে,
তবুও স্বপ্ন ছুটেচলে টগবগিয়ে সীমান্ত পেরিয়ে
বিশ্বাসকেই বুকে চেপে।
আরও পড়ু্ন
কুদরত রাহমান এর কবিতা / কে বড়ো
See More
No Comments