কুদরত রাহমান এর কবিতা / স্বপ্ন ছিলো

কবিতা ( Poems) By Nov 18, 2023 2 Comments

স্বপ্ন ছিলো

কুদরত রাহমান

স্বপ্ন ছিলো
একদিন মানুষের মতো মানুষ হইবো
মানুষ হয়ে
মানবের কল্যাণে নিবেদিত রইবো।
মহৎ ব্রত
বক্ষে ধারণ করে অবিরাম ছুটেছি
পচন ধরা
সমাজের ঘৃণ্য কীটের দংশনে জ্বলেছি।
সেই কবে
কেউ একজন বলেছিল সাম্যতা আসবে
অপেক্ষা করো
নির্যাতিত জাগবে শ্রমজীবী হাল ধরবে।
বাস্তব রূপ
সমাজের স্বরুপ বদলাবে কালের থাবায়
চলতে থাকা
সততার জয় হবে কর্মযজ্ঞ সেই আশায়।
স্বপ্ন ছিলো
স্বপ্ন আছে স্বপ্ন থাকবে দুর্বলের কপাটে
চূর্ণ হবে
অহমিকার বেড়াজাল সেদিন খুব নিকটে।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / বাস্তবতা

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *