স্টিফেন হকিং এর দশটি সেরা উক্তি:

কবিতা ( Poems) By Nov 09, 2023 4 Comments

স্টিফেন হকিং এর দশটি সেরা উক্তিঃ

১) কেউ যদি বলে আপনি ভুল করেছেন, তাঁকে বলবেন, ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউ বেঁচে থাকবো না।
২) জীবন এমন এক শক্তি, যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।
৩) যে সমস্ত মানুষেরা ভবিতব্যে বিশ্বাস করেন, তাঁরাই রাস্তা পার হবার সময় বারবার দুদিকে তাকায়।
৪) আমি এখনো বড়ো হইনি, কেননা আমি এখনো প্রশ্ন করতেই থাকি।
৫) যাঁরা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন,তাঁরা আসলে হেরে গেছেন।
৬) আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারেনা। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকাটাই সবচেয়ে খারাপ।
৭) গত ৪৯ বৎসর যাবৎ আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে, তাই আমি আর মরতে ভয় পাইনা। তবে মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত আমাকে অনেক কাজ করতে হবে।
৮) মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনেকে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপাল গুণে জীবনে ভালোবাসা পাও,কখনো তাকে ছুঁড়ে ফেলনা।
৯) মানুষ কথা বলেই সবচেয়ে বেশী সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারনও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত।
১০) রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / কে বড়ো

কুদরত রাহমান এর কবিতা / স্বপ্ন ফিরিয়ে দাও

See more

qudratwork.com

4 Comments

  1. Jannatul Ferdaous says:

    Excellent

  2. Shahjahan Miah says:

    সুন্দর পোস্ট

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *