কেউ কথা রাখেনি _ সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি, তেত্রিশ বছরকাটলো কেউ কথা রাখেনিছেলেবেলায় এক বোষ্টুমি তারআগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলোশুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকুশুনিয়ে যাবেতারপর কত চন্দ্রভুকঅমবস্যা এসে চলে গেল, কিন্তু সেইবোষ্টুমি আর এলো নাপঁচিশ বছর প্রতীক্ষায় আছি ।মামাবাড়ির মাঝি নাদেরআলী বলেছিল, বড় হও দাদাঠাকুরতোমাকে আমি তিন প্রহরের বিলদেখাতে নিয়ে যাবোসেখানে পদ্মফুলের মাথায় সাপ আরভ্রমর খেলা করে !নাদের আলি, আমি…