বর্ষার ফুল
কুদরত রাহমান
বর্ষা এলে বৃষ্টিভেজা সবুজ পাতায় পাতায়
ঊষার ঝরা ঝিলমিল করা অনাবিল আভায়
ছুঁয়ে যায় মন আমার ছুঁয়ে যায়,
ডালে ডালে কদম ফুলে সাজধরে ফুটে থাকায়
ছোট পাখির ডাকাডাকি আর নাচন সেথায়
ছুঁয়ে যায় মন আমার ছুঁয়ে যায়,
ভেজা মাটির পরে খালি পায়ে হাঁটায় হাঁটায়
কিশোর কিশোরীর ছুটাছুটি আর খেলা ধুলায়
ছুঁয়ে যায় মন আমার ছুঁয়ে যায়,
ইচ্ছে করে ফিরে যাই সেইসে ছোট্ট বেলায়
গুটি কয়েক কদমফুল হাতে নিয়ে বিলিয়ে বেড়াই
ছুয়ে যায় মন আমার নু’য়ে যায় ।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / বাস্তবতা

No Comments