কুদরত রাহমান এর কবিতা / বর্ষার ফুল

কবিতা ( Poetry) By Oct 02, 2023 No Comments

বর্ষার ফুল

কুদরত রাহমান

বর্ষা এলে বৃষ্টিভেজা সবুজ পাতায় পাতায়
ঊষার ঝরা ঝিলমিল করা অনাবিল আভায়

ছুঁয়ে যায় মন আমার ছুঁয়ে যায়,
ডালে ডালে কদম ফুলে সাজধরে ফুটে থাকায়
ছোট পাখির ডাকাডাকি আর নাচন সেথায়
ছুঁয়ে যায় মন আমার ছুঁয়ে যায়,
ভেজা মাটির পরে খালি পায়ে হাঁটায় হাঁটায়
কিশোর কিশোরীর ছুটাছুটি আর খেলা ধুলায়
ছুঁয়ে যায় মন আমার ছুঁয়ে যায়,
ইচ্ছে করে ফিরে যাই সেইসে ছোট্ট বেলায়
গুটি কয়েক কদমফুল হাতে নিয়ে বিলিয়ে বেড়াই
ছুয়ে যায় মন আমার নু’য়ে যায় ।
আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / চেতনা

কুদরত রাহমান এর কবিতা / বাস্তবতা

No Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *