কুদরত রাহমান এর কবিতা / বাস্তবতা

কবিতা ( Poems) By Aug 21, 2023 2 Comments

বাস্তবতা


– কুদরত রাহমান
মাঝেমাঝে এই নিঠুর পৃথিবীর বুকে
অনেক কাছের আপন মানুষ গুলোকে
খুব অচেনা মনে হয়-অস্পষ্ট ছবির মত
ইচ্ছেঘুড়ীটা গগন ঘুরে ফিরে আসে ভিজে
না পাওয়ার তীব্র বেদনায় সিক্ত হয় মন
ইচ্ছে করে আত্মীয় পরিজন বন্ধুবর মিলে
কোন এক শুভ মুহুর্তে,মিলিত হই একসাথে
সুখদুঃখের কথার মালা গুলো বিনিময় করি-
অলিক স্বপ্নের মতন অপূর্ণতার ছবি আঁকে
বাস্তবতা বুঝি এমনই হয়-
অনেক কাছের প্রিয় সব মানুষ গুলোকে
দূরে অনেক দূরে তেপান্তরে ঠেলে রাখে।
আদর সোহাগে কোলেপিঠে রেখেছি যাদের
তারাও এখন দূরে,স্ব-স্ব গন্ডীর অভ্যন্তরে
কেউ রাজধানী শহরে ইটপাথর নির্মিত ঘরে
কেউ সমুদ্র তীরে টাইলস ঘেরা আবাসনে
আবার কারও আশপাশ শহরে যান্ত্রিকী বসবাস।
বাস্তবতা বুঝি এমনই হয়-
অনেক দুঃখ আর কষ্টের মাঝে বা প্রান্তে
কেউ পারেনা এসে পাশে দাঁড়াতে, বন্ধুত্বে
অথবা সাহায্যের হাত বাড়াতেও ওরা ব্যর্থ,
তার পরেও যারা আপন চিরদিনই আপন
একদিন ওরা সবাই একত্রে মিলিত হবে
আমারই অদৃশ্য আমন্ত্রণে ওরা সবাই আসবে
কথা হবে সবার সাথে সবার,আমাকে নিয়ে
শুধু আমিই নিশ্চুপ থাকব,আমার আমি
সে থাকবে দূরে,অনেক দূরে -না ফেরার দেশে,
কারও চোখে বইবে লোনাজলের জোয়ার
কেউ থাকবে ক্ষণেকের তরে নির্বাক
আমার গুণগুলো সেদিন মানসপটে ভাসবে
দোষগুলো প্রশ্ন রেখে যাবে,কেউ মানবে নীরবে
বাস্তবতা বুঝি এমনই হয়,
আসা যাওয়ার এই দুনিয়ায়, আমরা সবাই বন্দী
কর্ম-মগ্নতা আর সময়ের অক্টোপাসে –
বাঁধা পড়ে থাকাটাই কঠোর বাস্তবতা ।।

“””””'””””'””””””””””””””””””””””

আলোকদিয়া,২৬-০৮-১৬ ইং।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / স্বপ্ন ফিরিয়ে দাও

আরও জানুন

কুদরত রাহমান এর কবিতা /গভীর রাত্রি

See more

qudratwork.com

Read more: কুদরত রাহমান এর কবিতা / বাস্তবতা

2 Comments

  1. Jannatul Ferdaous says:

    Nice poem

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *