কুদরত রাহমান এর কবিতা / মধুমাস

কবিতা ( Poems) By Aug 03, 2023 3 Comments

মধুমাস

– কুদরত রাহমান

জৈষ্ঠের খরা
তপ্ত হয় ধরা
হঠাৎ মেঘের ঘন্টা,
বৃষ্টির ফোটা
বিজলির ছটা
রোদ দেয় ঘোমটা।
আম পাকে
জাম পাকে
কাঁঠালের ঘ্রাণ,
বাংগী ফাটে
লিচু পাকে
তরমুজ রসে টান।
থেকে থেকে
ব্যাঙ ডাকে
রাতে শিয়ালের হুয়া,
বাদুড় ঝোলে
ডালে ডালে
মাতাল করে হিয়া।।
ঝিঁঝিঁ ডাকে
জোনাক জ্বলে
বাগ বাগিচায় ধুম,
পাখির দলে
কাঠ বিড়ালে
রাতেও পাড়েনা ঘুম।
মধুমাস এলে
আনন্দ ঢোলে
বঙ্গ সাজে রঙিন,
ফুলে আর ফলে
সব ঝলমলে
প্রজাপতি নাচে ধীন।
ধানের ক্ষেতে
ফড়িং মাতে
শালিকেরা গায় গান,
এমন মধুর
এমন যাদুর
এমাসে জুড়ায় প্রাণ।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / সাম্যের আহবান

আরও জানুন

qudratwork.com


3 Comments

  1. Jannatul Ferdaous says:

    খুবই সুন্দর

  2. Jannatul Ferdaous Mitu says:

    খুবই সুন্দর। ভালো লাগলো।

    1. admin says:

      ধন্যবাদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *