স্বপ্ন ফিরিয়ে দাও
কুদরত রাহমান
……………………………………..
আমারও স্বপ্ন ছিলো, সাধ ছিলো
একদিন অনেক বড় হবো
লেখাপড়া শিখবো বিদ্যেন হবো
দেশ ও দশের একজন হবো।
ওরা আমার সব পুড়িয়ে দিয়েছে
ঘর বাড়ী সম্পদ ছাই করেছে,
আমার বাবাকে খুঁচিয়ে মেরেছে
মা’কে,! -না বলতে বুক ফেটে যাচ্ছে,
বোনের লাশটা দেখার ভাগ্য হয়নি
মাটির অতলে লুকিয়ে দিয়েছে,
আমি এখন বড়ই একা, অসহায়
অপরাধ আমার আমি রোহিঙ্গা সন্তান
আমার সব গেছে, পুড়ে ছায় হয়েছে
আশা, আকাঙ্খা, স্বপ্ন, সব অবসান।
একটি ভূখন্ড এখন আমার ঠিকানা
যে দেশ ছিলো আমার অচেনা অজানা,
তার নাম বাংলাদেশ, আমার দেশের রাজা
বাংলাদেশের রাজার মধ্যে কত তফাৎ
আমার রাজা নিষ্টুর, আর এদেশের রাজা…
দরদী,আর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত…।
আমার খাবারের অভাব নেই, ঔষধ, বাসস্থান
আমি সব পেয়েছি, বাপ মা হারা শিশুর মর্যাদা
পরিচয়, অবিভাবক, ত্রাণ, পোশাক পর্যাপ্ত
আমি এখন রোহিঙ্গা, উদ্বাস্তু শাহাজাদা,
আমার সব স্বপ্ন ছাই হয়েছে, বুকের মাঝে
দাউ দাউ করে জ্বলছে লেলিহান অগ্নিকুন্ড
এখন একটাই স্বপ্ন, বড় হতে হবে
মানুষ হতে হবে, দেশে ফিরতে হবে
কিন্তু কেমন করে, সেই প্রশ্নের উত্তর খুজতে
আবারও স্বপ্নের দুয়ারে, কালো ধুঁয়া দেখি
হে বিশ্বমানবতা,…. তোমার দরজায়
যদি আমার করুন কাহিনীর তীব্র আর্তনাদ
কড়া নেড়ে থাকে, তাহলে নিশ্চুপ থেকোনা
আমার শেষ স্বপ্ন পুরনে, আমার দিকে
হাত বাড়িয়ে দাও, শুধু আমার স্বপ্নের জন্যে
বাংলাদেশের মত তোমরাও মানবতার দুয়ার
খুলে দাও, আমার স্বপ্নটাকে শুধু বাঁচাও
আমার মত হাজারো শিশুর স্বপ্নকে বাঁচাও
আমরাও মানুষ ছিলাম, তোমাদেরই… মত।
হে বিশ্ববাসীর সর্বোচ্চ সংস্থা, জাতিসংঘ আমার স্বপ্ন পূরণ করতে না পারুন আপনার মানবতার দূয়ার খুলে দিন, প্লিজ দেখুন আমরা বাঁচার অধিকারটুকু চাই শান্তি চাই।
………
৩১/৭/১৮ইং। আলোকদিয়া। ৮:৩০ সকাল।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সাম্যের আহবান
আরও দেখুন
অসাধারণ প্রকাশ
Very nice
নান্দনিক প্রকাশ
ধন্যবাদ। শুভ কামনা রইলো।