ভুলে গাঁথা ক্ষণ
কুদরত রাহমান
কাঁটাগুলো সরে যাক
ফুলে ফুলে ভরে যাক
তোমার ভুবন,
কষ্টগুলো ধুয়ে যাক
বৃষ্টি হয়ে ঝরে যাক
তোমার শ্রাবণ ।
মেঘগুলো ভেসে যাক
নীল নীড়ে থেকে যাক
স্মৃতির পবন,
ব্যথাগুলো থেকে যাক
ভুলে ভুলে গাঁথা থাক
আমার জীবন।।
আরও পড়ুন
No Comments