চেতনা
————– ————–
– কুদরত রাহমান
————– ————–
কষ্ট গুলো ধুয়ে ফেলি
চোখের কোনায় জমা জলে,
সময়গুলো পার করি
স্বপ্নের খেয়ায় পাল তুলে,
অন্ধকার কে জয় করি
চাঁদের সাথে সখ্যতা গড়ে,
ভীতিকে দূরে ঠেলে দেই
আদর্শের অগ্নি ঘোড়া তেড়ে,
সুন্দরের সন্ধানে হেটে চলি
হৃদয়ে সুন্দর ছবি এঁকে,
মন্দকে ঘৃণায় ভাসিয়ে দেই
নিজেকে যত্নে সরিয়ে রেখে।
মানুষ মানবতা আঁকড়ে চলি
ব্যাথার ব্যথিত হতে পারি,
স্পষ্ট সত্যকে লালন করি
নিন্দাকে বক্ষের মাঝে ধরি।
হিংসা বিদ্বেষ ভুলে চলি
হিংসুটেদের কাঁধে হাত রেখে,
একটি সাম্যের বিশ্ব দেখি
যোদ্ধার খাতায় নাম লিখে।।
————– —
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / অবহেলা

অপূর্ব