Date

July 2023

কুদরত রাহমান এর কবিতা /চেতনা

চেতনা ————– ————– – কুদরত রাহমান ————– ————– কষ্ট গুলো ধুয়ে ফেলি চোখের কোনায় জমা জলে,সময়গুলো পার করিস্বপ্নের খেয়ায় পাল তুলে, অন্ধকার কে জয় করিচাঁদের সাথে সখ্যতা গড়ে,ভীতিকে দূরে ঠেলে দেই আদর্শের অগ্নি ঘোড়া তেড়ে, সুন্দরের সন্ধানে হেটে চলি হৃদয়ে সুন্দর ছবি এঁকে, মন্দকে ঘৃণায় ভাসিয়ে দেইনিজেকে যত্নে সরিয়ে রেখে। মানুষ মানবতা আঁকড়ে চলিব্যাথার ব্যথিত হতে পারি, স্পষ্ট সত্যকে লালন…

কুদরত রাহমান এর কবিতা / সাম্যের আহবান

সাম্যের আহবান কুদরত রাহমান আমি জানতামএকদিন এই শহর ছেড়ে, চলে যেতে হবে, দূরে বহুদূরেতবুও ভালোবাসতামতোমার হাতের ছোঁয়ায় আমার বীণা বেজেছে সুরেসুরে,আমি দেখতামকিছু স্বপ্ন পাখির ডানায় ভর করে আসতো ঘুরেফিরেআমি শুনতামকারা যেনো গাইছে সাম্যের গান শক্ত মাটির বুক চিরে,আমি ভাবতামআমাদের মুক্তি হবে এ দাসত্ব থেকে একদিন চিরতরেআমি বুঝতামহিংস্র প্রাণীর রক্ত যাদের শরীরে তারা নিষ্ঠুর যুগান্তরে,আমি হাঁটতামএকটি যুদ্ধের দামামা শুনতে শুনতে লেনিনের…

কুদরত রাহমান এর কবিতা /গভীর রাত্রি

গভীর রাত্রি কুদরত রাহমান চারিদিকে যখন গভীর রাত্রি ঘুমিয়ে পড়েছে সব জীব যাত্রী জেগে আছে কিছু অতন্দ্র প্রহরীপুলিশ, র‍্যাব,বিজিপি, নৌ তরীসেনা-সদস্য, আনসার,ভিডিপিসি আই ডি,গোয়েন্দা, ডিবি।জেগে আছে কর্মঠ শ্রমিক যতগার্মেন্টস,মিল, কারখানায় রত,হাসপাতালের নার্স,ডাক্তারনাইটগার্ড,ওয়ার্ডবয়,ভিজিটর,মেধাবী ছাত্রছাত্রী অধ্যায়নরতশিক্ষক শিক্ষিকা গবেষক যত,কিছু মানুষ,রাত জাগা জোনাকিরানির্জন আকাশের একরাশ তারা,আর জেগে আছে কিছু মহাত্মালিখে চলেছে মানবতার কবিতা। জেগে আছে বিমানের পাইলটরেল-বাসের ড্রাইভার,ট্রেন গার্টমাছরাঙা পাখির মতো দৃষ্টিতে দক্ষগন্তব্যে…

কুদরত রাহমানের কবিতা/বিষাক্ত ধোঁয়া

বিষাক্ত ধোঁয়া কুদরত রাহমান চোখ জ্বলে ধোঁয়ায় যেদিকে ফিরাই আঁখি শুধু ধোঁয়া আর ধোঁয়া ধোঁয়ায় আকাশ ঢাকি। বর্ষনেও ধোঁয়া দেখি চোখেরে কোথায় রাখি? ধোঁয়া ছাড়তে ছাড়তে ধোঁয়ার গাড়িতে ধাক্কা, ঝরে যায় জীবন তরী চালক দেখে সব ফাক্কা। বন্দুকের ছিদ্রিত পথ শব্দ আর ধোঁয়ার গন্ধ, ওখানে ওই প্রান্তে লাশ নাসিকা প্রশ্বাস হয় বন্ধ, সিগারেটের ছাইভষ্ম বিষাক্ত ট্যাবলেটে ধোঁয়া সর্পেরা বিষ বয়ে…